ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুর সীমান্তে বিএসএফের হাত বোমা নিক্ষেপ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
দিনাজপুর সীমান্তে বিএসএফের হাত বোমা নিক্ষেপ!

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীদের লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দাইনূড় সীমান্তে এ ঘটনা ঘটে।

ফুলবাড়ী-২৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বড়গ্রাম ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকট শব্দ পেয়েছি।

ধারণা করা হচ্ছে, চোরাকারবারীরা সীমান্তের দিকে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে হাত বোমা ছুড়েছে।

বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি। ।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।