ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হচ্ছে ঝুম বৃষ্টি, চলবে আরও দু’দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
হচ্ছে ঝুম বৃষ্টি, চলবে আরও দু’দিন হচ্ছে ঝুম বৃষ্টি, চলবে আরও দু’দিন। ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজ

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যার পর থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। দেশের কোথাও হালকা, কোথাও বজ্রসহ মাঝারি ও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের ধারা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় দিন ও রাতের তাপমাত্রাও কিছু কমবে।

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আর উত্তর-উত্তর-পশ্চিম দিকে গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার।

অন্যিদেক ঝড়ো আবহাওয়া সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ০৩ (তিন) নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। সেখানে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে ২৬ মিলিমিটার ও পটুয়াখালীতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল খুলনায়, ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম তাপমাত্রা ছিল রাজারহাটে, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ইইউডি/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।