ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বালিয়াডাঙ্গীতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ধর্ষণের ঘটনায় মামলার পরপরাই ধর্ষক হযরত আলী ওরফে কুরবানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার বিকাল ৩টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার ভানার ইউনিয়নের নেংটিহারা গ্রামের প্রভাবশালী মতি নুর ইসলামের ছেলে হযরত আলী ওরফে কুরবান (২৫) স্থানীয় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন।

ওই সময় মেয়েটির চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে হযরত আলী ওরফে কুরবান দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।