ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝুলছে মোটরসাইকেল!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ঝুলছে মোটরসাইকেল! র‌্যাকারে ঝুলছে মোটরসাইকেল-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে হেঁটে আগারগাঁওয়ের দিকে যেতেই চোখে পড়লো পথচারীদের জটলা। আরেকটু কাছে যেতেই দেখা গেল র‌্যাকারে ঝুলছে বেশ কয়েকটি মোটরসাইকেল। ট্রাফিক পুলিশের সদস্যরা মোটরসাইকেলের চালকদের জরিমানা করছেন। আর তাদের এই কাজ দেখতেই ভিড় জমিয়েছে উৎসুক জনতা।

 ট্রাফিক পুলিশের সদস্যরা মোটরসাইকেলের চালকদের জরিমানা করছেন-ছবি-জি এম মুজিবুরসেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেল, চালকেরা ক্রিসেন্ট লেকের সামনের রাস্তায় আট-দশটি মোটরসাইকেল রেখে চন্দ্রিমা উদ্যানে ঘুরতে যান। এসময় গণভবন থেকে এই রোড দিয়ে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

এ কারণে রাস্তা ফাঁকা করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। খোঁজাখুঁজি করে চালকদের না পেয়ে র‌্যাকারে করে বাইকগুলো এনে ফাঁকা জায়গায় রেখে দেন তারা।

 ট্রাফিক পুলিশের সদস্যরা মোটরসাইকেলের চালকদের জরিমানা করছেন-ছবি-জি এম মুজিবুরএকটি মোটরসাইকেলের চালক নয়ন বলেন, আমরা উদ্যান থেকে ঘুরে এসে দেখি মোটরবাইক নেই। পরে খোঁজাখুঁজি করে দেখি এখানে এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের কাছ থেকে ৬০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

 ট্রাফিক পুলিশের সদস্যরা মোটরসাইকেলের চালকদের জরিমানা করছেন-ছবি-জি এম মুজিবুরএ বিষয়ে ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-প‍ুলিশ কমিশনার (এডিসি) সাইফ বাংলানিউজকে বলেন, রাস্তায় এভাবে মোটরসাইকেল রাখায় চালকদের কাছ থেকে ৬০০ ট‍াকা করে জরিমান‍া করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরআর/এইচএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।