শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলায় মতবিনিময়কালে তিনি বলেন, স্বাধীনতার ৪৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হচ্ছে, তা ভাবতে অবাক লাগে। এখনও প্রশ্ন জাগে কে প্রকৃত মুক্তিযোদ্ধা, কে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়?
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার ও মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কিউ এম নাসির উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, মৌলভীবাজার আদালতের পিপি এএসএম আজাদুর রহমান ও এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/টিআই