নিহতদের মধ্যে নবাব আলী (৬০) বগুড়ার কাহালু উপজেলার ঢুমের গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। অপরজনের পরিচয় জানা যায় নি।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম হাজীপাড়া ও টেংরামাগুর বাবুরপুকুর বধ্যভূমি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেছেন।
রাত ১০টার দিকে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম হাজীপাড়া এলাকায় বগুড়াগামী এসএস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০০৩২) একটি যাত্রীবাহী বাস পৌঁছলে বিপরীতমুখি অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে পানি ভর্তি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন।
অপরদিকে এ ঘটনার ২৫ মিনিটের ব্যবধানে মহাসড়কের টেংরামাগুর বাবুরপুকুর বধ্যভূমির সামনে নাটোরগামী একটি মালবাহী ট্রাকের (বগুড়া-ঢ-১১-১৭১৫) সঙ্গে বগুড়াগামী অপর একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-০৭২৭) সংঘর্ষ হয়।
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। দুর্ঘটনাকবলিত যানগুলো আটক করা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান এসআই মাসুদ।
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমবিএইচ/জেডএস