ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
 
 

নিহতদের মধ্যে নবাব আলী (৬০) বগুড়ার কাহালু উপজেলার ঢুমের গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে। অপরজনের পরিচয় জানা যায় নি।

পাওয়া যায়নি আহতদের পরিচয়ও।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম হাজীপাড়া ও টেংরামাগুর বাবুরপুকুর বধ্যভূমি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
 
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করেছেন।
 
রাত ১০টার দিকে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম হাজীপাড়া এলাকায় বগুড়াগামী এসএস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০০৩২) একটি যাত্রীবাহী বাস পৌঁছলে বিপরীতমুখি অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।
 
এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশে পানি ভর্তি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন।
 
অপরদিকে এ ঘটনার ২৫ মিনিটের ব্যবধানে মহাসড়কের টেংরামাগুর বাবুরপুকুর বধ্যভূমির সামনে নাটোরগামী একটি মালবাহী ট্রাকের (বগুড়া-ঢ-১১-১৭১৫) সঙ্গে বগুড়াগামী অপর একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-০৭২৭) সংঘর্ষ হয়।
 
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হন। দুর্ঘটনাকবলিত যানগুলো আটক করা হয়েছে। তবে চালক ও হেলপাররা পালিয়ে যাওয়া তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান এসআই মাসুদ।
 
বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।