শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে নগরীর কাউনিয়া থানাধীন ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃকতরা হলেন- এয়ারপোর্ট থানাধীন কড়াপুরের রায়পাশা এলাকার মৃত আনিছ হাওলাদারের ছেলে মো. সুরুজ হাওলাদার (২২) ও কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার মৃত তোফায়েল খানের ছেলে মো. সজল খান (২৩)।
ডিবির এসআই এইচ এম রেদওয়ানুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে কাউনিয়া থানাধীন ২ নং ওয়ার্ডের পেছনের স্কুল সংলগ্ন ব্রাঞ্চ রোড এলাকায় সঙ্গীয় ফোর্সসহ আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন। এসময় সেখান থেকে ওই দুই যুবককে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে সুরুজ হাওলাদারের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ও সজল খানের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় রাতেই মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এমএস/জেডএস