ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রদূত কায়েস আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
রাষ্ট্রদূত কায়েস আর নেই

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সাবেক পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আর নেই। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহে ...রাজেউন)।

হাসপাতালে জীবনের অন্তিম লগ্নে মিজারুল কায়েসের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং দুই মেয়ে মানসী ও মাধুরী। মানসী অসুস্থ বাবাকে দেখতে লন্ডন থেকে ব্রাসিলিয়ায় ছুটে যান।

শনিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বাংলানিউজকে নিশ্চিত করেন।

গত ১৩ ফেব্রুয়ারি ব্রাসিলিয়ার ওই হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হন মিজারুল কায়েস। তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় ছিলেন। ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের সাও পাওলোর উদ্দেশে রওনা দেন। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এই কূটনীতিক।

সাও পাওলোর হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হলেও মিজারুল কায়েস সেখানে ভর্তি হননি। শ্বাসকষ্টের কারণে তিনি সাও পাওলো থেকে উড়োজাহাজে না গিয়ে সড়কপথে ব্রাসিলিয়াতে যান।  সেখানে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাসিলিয়ায় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ২০১২ সালে শ্বাসকষ্টজনিত সমস্যা ও রক্তে ইনফেকশনের মতো প্রাণঘাতী সেপটেসেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন মিজারুল কায়েস।

ব্রাজিলে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএনপি-জামায়াত সরকারের আমলে ডাকসাইটে এই মেধাবী কূটনীতিককে মালদ্বীপে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে অবমূল্যায়ন করা হয়েছিল। তবে ড. ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার তাকে রাশিয়াতে রাষ্ট্রদূত হিসেবে বদলি করে যথাযোগ্য মূল্যায়ন করে। এরপর রাশিয়া থেকে মিজারুল কায়েসকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি-জামায়াত আমলে বঙ্গবন্ধুপ্রেমিক কায়েস তার অফিসের দেয়ালে বঙ্গবন্ধুর একটি পোর্ট্রেট টাঙ্গিয়েছিলেন। পোর্ট্রেটটি সরাতে তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়। কিন্তু মিজারুল কায়েস এ ব্যাপারে কোনো আপস করেননি। এক পর্যায়ে তার অফিস কক্ষটিই বদলে দেওয়া হয়। নতুন অফিস কক্ষে যাওয়ার সময়ই কেবল পোর্ট্রেটটি নামাতে বাধ্য হন তিনি।

দেশপ্রেমিক কূটনীতিক মিজারুল কায়েস ছিলেন শিল্প-সাহিত্য অনুরাগী। বিশেষ করে কবিতা ও শুদ্ধ সঙ্গীতের প্রতি ছিল তার বিশেষ অনুরাগ।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ১১,২০১৭/আপডেট:১০৪৫  ঘণ্টা
কেজেড/এমজেএফ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।