ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৫৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ২, আহত ৫৪

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর বাসস্ট্যান্ডের কাছে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫৪ যাত্রী। শনিবার ভোরে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বা আহত কারো নাম পরিচয় জানা যায়নি।

তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল বাংলানিউজকে জানান, ভোরে সাহেবনগর বাসস্ট্যান্ডের কাছে কুড়িগ্রাম থেকে পিরোজপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন।

এসময় আহত হন আরো ৫৫ যাত্রী। এ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজন বাংলানিউজকে জানান, ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিল। সে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দ্রুত গতিতে পাশের খাদে উল্টে যায়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।