তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল বাংলানিউজকে জানান, ভোরে সাহেবনগর বাসস্ট্যান্ডের কাছে কুড়িগ্রাম থেকে পিরোজপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজন বাংলানিউজকে জানান, ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিল। সে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দ্রুত গতিতে পাশের খাদে উল্টে যায়।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই