ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধানমন্ডি থেকে অপহৃত তরুণ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
ধানমন্ডি থেকে অপহৃত তরুণ উদ্ধার

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রওনাকুর সালেহীন শুভ (১৮) নামে অপহৃত এক তরুণকে উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।

শনিবার (১১ মার্চ) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার (১০ মার্চ) শুক্রবার সকালে ক্যান্টনম্যান্ট এলাকা থেকে নিখোঁজ হন শুভ।

পরে অপহরণকারীরা শুভর বাবার মোবাইলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। শুভ’র বাবার অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতে মুক্তিপণ চাওয়া মোবাইল নম্বরটি ট্র্যাক করে ধানমন্ডির একটি বাসা থেকে শুভকে উদ্ধার করা হয়।

মইনুল ইসলাম আরও জানান, শুভর বাবা সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পরিবারসহ সেনানিবাস এলাকাতেই থাকেন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা. মার্চ ১১, ২০১৭
আরএটি/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।