ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে প্রকাশ্যে স্বর্ণের দোকানে লুট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
সাভারে প্রকাশ্যে স্বর্ণের দোকানে লুট চাঁপাইন জুয়েলার্সে লুট হয়েছে। ছবি: লোটন আচার্য

সাভার, ঢাকা: সাভারে একটি স্বর্ণের দোকানে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করেছে দুর্বৃত্তরা।শনিবার (১১ মার্চ) সকালে সাভার পৌর এলাকার ‘চাঁপাইন জুয়েলার্স’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

চাঁপাইন জুয়েলার্স’র মালিক জুম্মন ভূঁইয়া বাংলানিউজকে জানান, ১ মার্চ একই এলাকার সেলিম নামে এক যুবক তার দোকানে একটি স্বর্ণের আংটি বানাতে দেন। আংটিটি বানিয়ে দিতে দেরি হওয়ায় শনিবার সকালে ধারালো অস্ত্র নিয়ে সেলিম ও তার লোকজন তার দোকানে হামলা চালান।

তারা এসময় স্বর্ণের দোকানের সিন্দুকের তালা ভেঙে নগদ এক লাখ ২৫ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও চল্লিশ ভরি রুপার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যান। এছাড়া এসময় তারা দোকানটির গ্লাস ভাঙচুর করেন। এতে বাধা দিতে গেলে তারা তাকে (জুম্মন) ও দোকানের কর্মচারী শাহিদুল ও আবুল বাসারকে পিটিয়ে জখম করে পালিয়ে যান।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান  বাংলানিউজকে জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।