শনিবার (১১ মার্চ) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা আলাদা বার্তায় এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, মিজারুল কায়েসের মৃত্যুতে দেশ একজন পেশাদার কূটনীতিককে হারালো।
অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার মৃত্যুতে দেশবাসী একজন দক্ষ, দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা কূটনীতিবিদকে হারালো।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে মারা যান দেশটিতে বাংলাদেশের দূত মিজারুল।
পৃথক শোক বার্তায় মিজারুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব এম শহিদুল হক শোক জানিয়েছেন।
১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা মিজারুল কায়েস ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত পররাষ্ট্রসচিবের দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে ব্রাজিলে যাওয়ার আগে দুই বছর যুক্তরাজ্যে হাই কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
কেজেড/এমইউএম/এসএইচ