ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ম্যানহোলে পড়ে কিশোরীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
 গাজীপুরে ম্যানহোলে পড়ে কিশোরীর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় একটি ম্যানহোলে পড়ে অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ভোগড়া পেয়ারা বাগানের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যায় ওই কিশোরী।

মুহূর্তের মধ্যে ম্যানহোলের গভীরে পানির স্রোতে ভেসে প্রায় ৮০ ফুট দূরে চলে যায়। এসময় প্রায় আধঘণ্টা চেষ্টার পর পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিশোরীর পরনে কালো রঙয়ের বোরখা ছিল।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. প্রণয় ভূষণ দাস বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মৃত অবস্থায় ওই কিশোরীকে  হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।