ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনি আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনি আর নেই

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র ছোট ভাই আরিফুল হক রনি (৫৬) মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার (১১ মার্চ) ভোর পাঁচটার দিকে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইচ্ছা অনুযায়ী আমেরিকায়ই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার স্ত্রী ও সন্তানরা আমেরিকায় বসবাস করেন। আরিফুল হক রনির গ্রামের বাড়ি কসবা উপজেলার পানিয়ারুপ এলাকায়।

আরিফুল হকের মৃত্যুতে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হেসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।