শনিবার (১১ মার্চ) সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে এক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ বাধাগুলোর কথা তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোনো নারী রাজনীতিতে আসার সঙ্গে সঙ্গেই তার পুরুষ সহকর্মীরা বাধা হয়ে দাঁড়ান।
তিনি বলেন, এ কারণেই দেখা যায় অনেক সময় পুরনো পুরুষ প্রার্থীর জায়গায় তার স্ত্রী বা কন্যাকে টেনে আনা হয়। এর কারণ ঐতিহ্য এবং তার উন্নয়নের বিষয়টি বিবেচনা করা হয়। একেবারে নতুন নারী প্রার্থীকে আনার মতো ঝুঁকি রাজনৈতিক দলগুলো নিতে চায় না। তবে রাজনৈতিক দলগুলো এই ঝুঁকি না নিলে প্রান্তিক পর্যায়ে নতুন নারী নেতৃত্ব উঠে আসবে না। রাজনীতিতে বয়স, গ্রহণযোগ্যতা এটা একটি বড় বিষয়। নারীর নেতৃত্ব মেনে নেয়াতে এখনো সমস্যা রয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ হাজার প্রার্থীর বিপরীতে ৪৫ হাজার নারীর প্রতিদ্বন্দ্বিতাকে সফলতা হিসেবে উল্লেখ করেন তিনি। সরকারের শিক্ষানীতি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, নারী নীতি- এসবই নারীর উন্নয়নে ভূমিকা রাখছে বলে জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কথা উল্লেখ করে বলেন, প্রথমে অনেকেই ভাবতো আমি এই খাতের লোক নই। তাই ১৫দিন সময় নিলাম বিষয়গুলো বুঝে ওঠার। এর আগে কোনো স্বাক্ষর করিনি। অন্ধ হয়ে স্বাক্ষর করলে দুর্নীতি বেড়ে যায়।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার নারী। সুতরাং বলতে পারি, আমরা পেরেছি। নারীরা এগিয়ে যাচ্ছে। খোদ প্রধানমন্ত্রী তার উদাহরণ। তিনি বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন।
দেশের উন্নয়নে নারীরা এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তারানা হালিম বলেন, মেয়েরা ড্রাইভার হলে তারা ঠাণ্ডা মাথায় গাড়ি চালান। ফলে দুর্ঘটনা কম ঘটে। এজন্য আমি ডাক বিভাগে ২০ ভাগ নারী ড্রাইভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইডাসের প্রতিষ্ঠাতা এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। প্যানেল আলোচনায় ‘দৃষ্টিভঙ্গির রুপান্তর: নারী, কর্ম ও নেতৃত্ব’ নিয়ে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত, চিত্রশিল্পী কণক চাঁপা চাকমা, আইসিডিডিআরবির ইমেরিটাস গবেষক ড. ফিরদউসী কাদরি এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী অংশ নেন।
পরে বর্তমান সময়ের স্বনামধন্য ১৯ নারী চিত্রশিল্পীর বিগত শতকের নারী নেত্রীদের জীবন ও কর্মের ভাবধারায় আঁকা ‘হিস্ট্রি : উইমেন ট্রেইব্লেজারস’ চিত্র প্রদর্শনী ও ব্যান্ডদল জলের গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
‘হিস্ট্রি: উইমেন ট্রেইব্লেজারস’ চিত্র প্রদর্শনিটি মাইডাস সেন্টারে চলবে ৩০ মার্চ পর্যন্ত। সকাল ৯টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এমএন/এসএইচ