ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মান্দায় জেএমবি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
মান্দায় জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় খাইরুল ইসলাম (২২) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার পারইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, জেএমবির সক্রিয় সদস্য খাইরুল ইসলাম একাধিক মামলার পলাতক আসামি। এর মধ্যে বগুড়া জেলায় নাশকতামূলক ও সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে ২০১৫ সালে একটি মামলা হয়।

মামলা নম্বর ৬০। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সকালে তার গ্রামে ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।