শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী বৃষ্টিপাত ১৭ দশমিক ২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, এই বৃষ্টিপাতে আম-লিচুর তেমন ক্ষতি হয়নি।
দিনাজপুর আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক অরজিত রায় বাংলানিউজকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াই ঘণ্টায় ১৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আর বৃষ্টি হওয়ার সম্ভবনা নাই। আকাশ মেঘলা থেকেই স্বাভাবিক হয়ে আসবে।
টমেটো চাষী মনজুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত পরিশ্রম ও খরচ বাড়লো। গাছে ফল এসেছে এই মুহুর্তে বৃষ্টিপাত হওয়ায় খুবই ক্ষতির কারণ হয়ে দাড়াল। এখন কৃষি অফিসের পরামর্শ মতাবেক পরিচর্যা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি