ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বৃষ্টিতে দিনাজপুরে সবজি ক্ষেতের ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
বৃষ্টিতে দিনাজপুরে সবজি ক্ষেতের ক্ষতি বৃষ্টিতে দিনাজপুরে সবজি ক্ষেতের ক্ষতি

দিনাজপুর: ফাল্গুনের শেষে ধুলো-বালিতে অতিষ্ট যখন শহরবাসী ঠিক তখনই সারাদেশে স্বস্তির বৃষ্টি। শহরবাসীর জন্য এই বৃষ্টি স্বস্তির হলেও দিনাজপুরের গ্রাম অঞ্চলের সবজি চাষীদের জন্য বিপদ সংকেত হিসেবে দেখা দিয়েছে। তবে বৃষ্টি হলেও ঝড় না হওয়ায় লিচুর তেমন ক্ষতি হয়নি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী বৃষ্টিপাত ১৭ দশমিক ২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, এই বৃষ্টিপাতে আম-লিচুর তেমন ক্ষতি হয়নি।

বরং মুকুল ধরে রাখতে এই বৃষ্টি সহায়তা করেছে। তবে বৃষ্টিপাতের সঙ্গে ঝড় হলে ক্ষতির আশঙ্কা ছিলো। ক্ষতি হবে সবজি ক্ষেতে যেমন- টমেটো ক্ষেতে দেখা দেবে নানা ছত্রাক জাতীয় রোগ। তবে সঠিকভাবে পরিচর্যা করলে এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

দিনাজপুর আবহাওয়া পর্যাবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক অরজিত রায় বাংলানিউজকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াই ঘণ্টায় ১৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আর বৃষ্টি হওয়ার সম্ভবনা নাই। আকাশ মেঘলা থেকেই স্বাভাবিক হয়ে আসবে।

টমেটো চাষী মনজুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃষ্টিপাতের কারণে অতিরিক্ত পরিশ্রম ও খরচ বাড়লো। গাছে ফল এসেছে এই মুহুর্তে বৃষ্টিপাত হওয়ায় খুবই ক্ষতির কারণ হয়ে দাড়াল। এখন কৃষি অফিসের পরামর্শ মতাবেক পরিচর্যা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।