শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হামিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন- চাকীপাড়া গ্রামের আবদুল আমিন প্রামাণিকের ছেলে আমান আলী (৪৫) ও নাসের আলী (৪২)।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে জানান, আমান ও নাসের আলী দীর্ঘদিন থেকে গ্রামে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে আসছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যরাও অতিষ্ঠ হয়ে পড়েন। পরে গ্রামের লোকজন একজোট হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে দুই ভাইকে আটক করা হয়।
দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাইকে তিন মাসের কারাদণ্ড দেওয়ার পর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
এসএস/ওএইচ/টিআই