শনিবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা একই এলাকার মৃত ইউসুফ খন্দকারের স্ত্রী।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে সিএনজি চালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন সুলতানা। পথে গাইটাল এলাকায় ব্যাটারি চালিত একটি অটোরিকশার সঙ্গে ওই অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সুলতানা। এ অবস্থায় স্থানীয়রা সুলতানাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/এসআই