ফেনীতে ৫ টন জাটকা জব্দ-ছবি: বাংলানিউজ
ফেনী: ফেনীতে পাঁচ টন জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মহিপাল বাইপাস সড়ক এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. সৈয়দ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের মহিপাল বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে পাঁচ টন জাটকা ইলিশ জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা। মাছগুলো ট্রাকে ভর্তি করে বিক্রির উদ্দেশে চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়া হচ্ছিল।
জব্দকৃত মাছগুলো ফেনীর বিভিন্ন এলাকার এতিম খানায় বিতরণ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।