ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ২০ মণ জাটকা জব্দ, ৭ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
ভোলায় ২০ মণ জাটকা জব্দ, ৭ জেলের কারাদণ্ড ভোলায় ২০ মণ জাটকা জব্দ,

ভোলা: ভোলা সদরের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়াও এসময় আটক ৭ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আবু, সবুজ, ইউসুফ, সালাউদ্দিন, জামাল, আরিফ ও ইউসুফ।

তাদের বাড়ি সদর উপজেলার ধনিয়া ও শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে একটি টিম তুলাতলীতে অভিযান চালায়। এ সময় দৌলতখান-ঢাকা রুটের যাত্রীবাহী এমভি ফারহান লঞ্চে তল্লাশি চালিয়ে ২০ মণ জাটকাসহ ৭ জেলেকে আটক করা হয়।

আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
জব্দকৃত মাছ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়াও অপর এক অভিযানে ইলিশ ধরার দায়ে আটক তিন জেলের কাছ থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।