সোমবার (২০ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন র্যাবের লিগ্যাল এইড অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, রোববার (১৯ মার্চ) মধ্যরাতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাল ভিসা, জাল বিমানের টিকিট ও টিকিট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ জালিয়াত চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় র্যাবের মিডিয়া কার্যলয়ে (কারওয়ানবাজার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসজেএ/এএটি/এএসআর