সোমবার (২০ মার্চ) ভোররাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকালে শুরু হয় টানা বৃষ্টি।
ফলে রাস্তায় নেমে বিপাকে পড়েছেন অফিসগামী লোকজন এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ আরো বাড়ছে।
সব মিলিয়ে বৃষ্টি ও যানজটে অস্বস্তিতে যাতায়াত করছেন নগরবাসী।
সরেজমিনে দেখা গেছে, বিশ্ব রোড থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত আটকে আছে গাড়ি। ভোগান্তিতে পড়ে গেছেন সাধারণ মানুষ।
অফিসগামী শান্ত ইসলাম বাংলানিউজকে বলেন, ‘খারাপ আবহাওয়া দেখে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি। তারপরও যানজটে সঠিক সময়ে গন্তব্যস্থলে স্থানে যেতে পারছি না’।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দিনভর চলার পর বিকেলে বৃষ্টি কমে আসবে। একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা এবং অন্য একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রসহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসটি/এএসআর