মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহাম্মেদ খানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিভাগীয় সাধারণ সম্পাদক এছহাক আলী, সানোয়র হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ন কবীর, আনোয়ার হোসেন, কামরুজ্জামান ও কামাল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের দাবি না মানলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরআই