কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন কসবার কালামুড়িয়া সেতুর কাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধারের পর বিকেলে তার পরিচয় পাওয়া যায়।
নিহতের পরিবারের দাবি শনিবার (২৫ মার্চ) রাতে পু্লিশ পরিচয়ে চার/পাঁচজন লোক তাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যায়।
এদিকে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, রিপনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর ও কুমিল্লার মুরাদনগর থানায় পাঁচটি মামলা রয়েছে। তবে তাকে কেউ গ্রেফতার করেছে কি না তা আমাদের জানা নেই।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ