ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

কসবায় উদ্ধার হওয়া নিহত যুবকের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
কসবায় উদ্ধার হওয়া নিহত যুবকের পরিচয় মিলেছে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি বাঞ্ছারামপুর উপজেলার বটতলী গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০)।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, কুমিল্লা-সিলেট মহাসড়ক সংলগ্ন কসবার কালামুড়িয়া সেতুর কাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধারের পর বিকেলে তার পরিচয় পাওয়া যায়।

নিহতের পরিবারের দাবি শনিবার (২৫ মার্চ) রাতে পু্লিশ পরিচয়ে চার/পাঁচজন লোক তাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে নিয়ে যায়।

এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়।

এদিকে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, রিপনের বিরুদ্ধে বাঞ্ছারামপুর ও কুমিল্লার মুরাদনগর থানায় পাঁচটি মামলা রয়েছে। তবে তাকে কেউ গ্রেফতার করেছে কি না তা আমাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ২৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।