ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে সাড়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
গাংনীতে সাড়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে তিনশ' বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে কাজীপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাঁঠাল বাগান থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

পীরতলা পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) ওয়ালিউল ইসলাম বাংলানিউজকে জানান, একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল এনে পাচারের উদ্দেশে ওই বাগানে জড়ো করেছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যান। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সাড়ে তিনশ' বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক দু’জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।