মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে কাজীপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক ব্যক্তির কাঁঠাল বাগান থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
পীরতলা পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) ওয়ালিউল ইসলাম বাংলানিউজকে জানান, একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল এনে পাচারের উদ্দেশে ওই বাগানে জড়ো করেছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়।
এ ঘটনায় পলাতক দু’জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/