ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঙ্গা নদীতে পূণ্যার্থীদের গঙ্গাস্নান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
কালীগঙ্গা নদীতে পূণ্যার্থীদের গঙ্গাস্নান  কালীগঙ্গা নদীতে পূণ্যার্থীদের গঙ্গাস্নান-ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের বেউথা কালীগঙ্গা নদীতে পূণ্যার্থীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ নদীতে স্নানে অংশ নেন। অন্নপূর্ণা সেবা সংঘ এই গঙ্গাস্নানের আয়োজন করে।

অন্নপূর্ণা সেবা সংঘের সভাপতি দীলিপ কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভা মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মেহের উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামী লীগের মুক্তিয‍ুদ্ধ বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার বিশ্বাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।