মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি হলে ‘অনন্য ছবি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইপিইউ ১৩৬তম সম্মেলনের প্রেসিডেন্ট ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এবং আইপিইউ মহাসচিব মার্টিন চুনগং বক্তৃতা করেন। অন্যদের মধ্যে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, সংসদ সদস্য এবং আইপিইউ সম্মেলনে যোগ দিতে আসা বিদেশি অতিথিরা অংশগ্রহণ করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকার বলেন, আর্ট পুস্তকের রঙিন রঙের মতো রাঙিয়ে আমরা সারা পৃথিবীর সঙ্গে একইভাবে রঙিন বিশ্ব বিনির্মাণে কাজ করে যাবো।
স্পিকার বলেন, সমাজের শারীরিক ও মানসিকভাবে অক্ষম জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ও তাদের অধিকার সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সংসদ সদস্যরা ভূমিকা পালন করতে পারেন। তিনি এ বিষয়ে সারা বিশ্বের সংসদ সদস্যদের ভূমিকা পালনের আহ্বান জানান।
![অটিজম শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে বই প্রকাশ- ছবি- দিপু মালাকার](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/Saima-Wazed--220170404163009.jpg)
অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ হোসেন চিত্র কর্মসংগ্রহের বিষয়ে বিস্তারিত বিবরণ দেন এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে যথাযথ সহযোগিতা প্রদান ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে কিভাবে কাজ করে যাচ্ছেন তার অভিজ্ঞতা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের একজন লাইসেন্সপ্রাপ্ত স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ হোসেন বলেন, বিশেষভাবে সক্ষম সমাজের এসব ব্যক্তিদের জন্য আমাদের অনেক কিছুই করার রয়েছে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ মানবতার প্রতি দায়িত্ব পালন বলে তিনি মন্তব্য করেন।
অনন্য ছবিতে দক্ষতাসম্পন্ন শিল্পীদের আঁকা ২৬০টি উজ্জ্বল চিত্রকর্ম স্থান পেয়েছে। চিত্রকর্মগুলো সায়মা ওয়াজেদ হোসেনের অনবদ্য সংগ্রহ। তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অটিজম বিষয়ে চ্যাম্পিয়ন। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী পশলা ও ধ্রুপদ।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএম/জেডএস