মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুর রহমানের ছেলে শহিদ, মৃত হাফিজ উদ্দিনের ছেলে খোকন, আব্দুল করিম দেওয়ানের ছেলে শাহ আলম, মমতাজ উদ্দিনের ছেলে শাহাদাত, কাজী লাল মিয়ার ছেলে টিপু কাজী ও খালেক সর্দারের ছেলে সৈয়দ।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শামিম বাংলানিউজকে জানান, দুপুরে এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়।
পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/