মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কেরোয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
ইয়াসিন ওই গ্রামের কৃষক আব্দুল মান্নানের ছেলে ও কেরোয়া সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয় কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাজাহান কামাল বাংলানিউজকে বলেন, স্কুলে না গিয়ে ফেসবুক চালানোয় ইয়াসিনের বাবা বকা দেওয়ায় অভিমান করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন বাংলানিউজকে বলেন, আত্মহত্যার ব্যাপারে পরিবার ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরআইএস/এএ