ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঐক্য পরিষদের সম্মেলন শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ঐক্য পরিষদের সম্মেলন শুরু শুক্রবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন শুরু শুক্রবার-ছবি-বাংলানিউজ

ঢাকা: প্রতিটি ক্ষেত্রে নাগরিকের ন্যায্য অধিকারের দাবিতে আগামী শুক্রবার (০৭ এপ্রিল) শুরু হবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন।

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।  

সম্মেলনের বিভিন্ন পর্বে অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ড. কামাল হোসেন, পংকজ ভট্টাচার্য, কমরেড খালেকুজ্জামান, দিলীপ বড়ুয়া, অ্যাড. সুলতানা কামাল, কামাল লোহানী, শাহরিয়ার কবীর, সৈয়দ আবুল মকসুদসহ নাগরিক সমাজের নেত‍ারা।

 

মঙ্গলবার (০৪ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।  

সম্মেলনে সারাদেশের ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানান পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এএম/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।