ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাবনায় ঘূর্ণিঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
পাবনায় ঘূর্ণিঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত পাবনায় ঘূর্ণিঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

পাবনা: পাবনায় ঘূর্ণিঝড়ের আঘাতে সুজানগর, সাঁথিয়া ও আমিনপুরে পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

সোমবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত হানে। মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে পাবনা-২ আসনের এমপি খন্দকার আজিজুল হক আরজু, সুজানগর উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে আকস্মিকভাবে ঘূর্ণিঝড় আঘাত হানে। পাঁচ মিনিটেরও কম সময় ধরে চলা এই ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সুজানগর উপজেলার চিনাখড়া, চর গোন্দিপুর, দুপপাড়া ও হাসেমপুর গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি। এতে বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘর ও গাছ চাপা পড়ে আহত হয় অর্ধশতাধিক মানুষ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয় এমপির ব্যক্তিগত উদ্যোগ ও জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩০ কেজি করে চাউল, নগদ দুই হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ নগদ অর্থ ও শাড়ি কাপড় দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, টর্নেডোর আঘাতে বিদ্যুৎ বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, টর্নেডোর আঘাতে সাঁথিয়া উপজেলার বিভিন্ন গ্রামে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আমরা প্রশাসনের তরফ থেকে প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, নগদ এক হাজার টাকা ও দুটি করে কম্বল দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।