মঙ্গলবার (এপ্রিল ০৪) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত কর্মকর্তা কোন প্রতিবেদন আদালতে দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী নতুন করে এ দিন ধার্য করেন।
২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় দীপনকে।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া রহমান রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিভিন্ন সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, মাঈনুল হাসান, শামীম ও আব্দুস সামাদ ওরফে সবুর ওরফে খায়রুল।
দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমআই/আরআই