মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মুর্শেদ খানের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- সাবেক সেনা প্রধান সেক্টর কমান্ডার একে এম শফিউল্লাহ (বীর উত্তম)।
মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া। ১৯৭১ সালের ৪ এপ্রিল ওই দিনে তেলিয়াপাড়া থেকে স্বাধীনতা যুদ্ধের প্রথম রণকৌশলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ বৈঠক থেকে সারাদেশকে চারটি সেক্টরে বিভক্ত ও নিজের পিস্তল থেকে ফাঁকা গুলি ছুঁড়ে আনুষ্ঠানিকভাবে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী। ঐতিহাসিক এ স্থানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারিভাবে দিনটি পালনের পাশাপশি এখানে একটি জাদুঘর স্থাপনের দাবি মুক্তিযোদ্ধাদের।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি