ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা সমাবেশ

হবিগঞ্জ: ৪ এপ্রিল মুক্তিযুদ্ধের প্রথম সদরদপ্তর তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে উত্তরাঞ্চলীয় আট জেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মুর্শেদ খানের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- সাবেক সেনা প্রধান সেক্টর কমান্ডার একে এম শফিউল্লাহ (বীর উত্তম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া। ১৯৭১ সালের ৪ এপ্রিল ওই দিনে তেলিয়াপাড়া থেকে স্বাধীনতা যুদ্ধের প্রথম রণকৌশলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ বৈঠক থেকে সারাদেশকে চারটি সেক্টরে বিভক্ত ও নিজের পিস্তল থেকে ফাঁকা গুলি ছুঁড়ে আনুষ্ঠানিকভাবে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানী। ঐতিহাসিক এ স্থানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারিভাবে দিনটি পালনের পাশাপশি এখানে একটি জাদুঘর স্থাপনের দাবি মুক্তিযোদ্ধাদের।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।