ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ: হাওর বাঁচাও, দেশ বাঁচাও-এ স্লোগানে হাওর রক্ষা বাঁধে ঠিকাদারদের দুর্নীতি-অনিয়ম ও হাওরের ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুর ২টায় কোর্ট চত্বরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, অ্যাড. আপ্তাব উদ্দিন, অ্যাড. আব্দুল হক, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, ফসল হারিয়ে সুনামগঞ্জের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক রয়েছেন যারা ঋণ করে জমি চাষ করেছেন। তাদের ঋণের বোঝা কমানোর জন্য সহজ শর্তে ঋণ দিতে হবে।

কৃষকরা যাতে এ দুযোর্গ কাটিয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের সহযোগিতা করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।