মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে নীলফামারী শহরের আট নম্বর ওয়ার্ডের শুমারি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা শুমারি সমন্বয়কারী শহিদুল ইসলাম, উপজেলা শুমারি সমন্বয়কারী মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা শুমারি সমন্বয়কারী শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ’র (এনএইচডি) আওতায় বাড়ি বাড়ি গিয়ে খানা ভিত্তিক তথ্য ভাণ্ডারের জন্য শুমারি কার্যক্রম শুরু হয়েছে। এই শুমারি শেষ হবে ২৩ এপ্রিল।
তিনি আরো জানান, কার্যক্রম পরিচালনায় দুইজন জেলা শুমারি সমন্বয়কারীর তত্ত্বাবধানে ছয়জন উপজেলা সমন্বয়কারী, ৮৪ জন জোনাল অফিসার, ১০০০ হাজার সুপারভাইজার এবং ২৫০০ গণনাকারী মাঠ পর্যায়ে কাজ করছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে শুমারি কার্যক্রমে সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস ও ভারতীয় আইটি সংস্থা জিরোক্স।
পরিসংখ্যান ব্যুরো নীলফামারী উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুমারি কার্যক্রম পরিচালনায় উপজেলা সমন্বয়কারী, জোনাল অফিসার, সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআই