ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে কৃষি ব্যাংকের সাবেক পরিদর্শকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
বরিশালে কৃষি ব্যাংকের সাবেক পরিদর্শকের কারাদণ্ড

বরিশাল: গ্রাহকের অর্থ আত্মসাৎ অভিযোগের মামলায় কৃষি ব্যাংকের সাবেক পরিদর্শককে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৯ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক।  

দণ্ডপ্রাপ্ত কেএম জাহাঙ্গীর হোসাইন বাকেরগঞ্জ উত্তমপুরের বাসিন্দা মৃত আমজাদ আলী খানের ছেলে এবং একই উপজেলার বাজার শাখা কৃষি ব্যাংকের সাবেক পরিদর্শক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ।

আদালত সূত্রে জানা যায়, ব্যাংকে কর্মরত অবস্থায় ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ৩ গ্রাহকের কাছ থেকে ঋণের ১ লাখ ১৫ হাজার টাকা উত্তোলন করেন জাহাঙ্গীর। পরে টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি।  

এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ২০১২ সালের ২ মে প্রতারণার অভিযোগে মামলা করেন।  

২০১৫ সালের ২০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম।

মামলায় ৯ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ৪০৯ ধারায় ৭ বছরের কারাদণ্ড ও ৭ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৪২০ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের দণ্ড দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এমএস/আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।