ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে কষ্টি পাথরের শিবমূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
মাদারীপুরে কষ্টি পাথরের শিবমূর্তি উদ্ধার মাদারীপুরে কষ্টি পাথরের শিবমূর্তি উদ্ধার

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ৮৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের শিবমূর্তি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ এপ্রিল) সকালে কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের হাবিব মোল্লার মাছের ঘের থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার (০৩ এপ্রিল) হাবিব মোল্লার মাছের ঘেরের পাশে মাটি কাটার সময় কষ্টি পাথরের শিবমূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। মূর্তিটি মূল্যবান হওয়ায় হাবিব মোল্লার লোকজন মূর্তিটি লুকিয়ে রাখে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে হাবিব মোল্লার মাছের ঘেরে থেকে কষ্টি পাথরের শিবমূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির ওজন প্রায় ৮৫ কেজি। বর্তমানে মুর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।