মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
পুলিশ সুপার বলেন, নিহত নাজিমের ছবি ও মরদেহ আমরা তার স্বজনদের দেখিয়েছি।
তিনি আরও বলেন, বড়হাটে নিহত বাকী দুই জঙ্গির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সিলেটের আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ ঘটিয়েছিল এই নাজিম।
এর আগে নিহত জঙ্গির মরদেহ শনাক্ত করতে আসেন নাজিমের মা মনোয়ারা বেগম এবং আরও দু’জন। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কুমারখালি গ্রামে। সেখান থেকেই আজ মরদেহ শনাক্ত করতে এসেছেন তিনি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোতাহার হোসেন ও তার স্ত্রী পান্না বেগম।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
আরবি/আরএ