মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে রাজধানীর স্কাউটস ভবনের নিজাম হলে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ স্কাউটস।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ১০৯০ চেপে ফ্রি’তে আবহাওয়ার খবর শুনুন। তারপর ঘর থেকে বের হন। আগে বাংলাদেশে দুর্যোগের মাত্রা ছিল কম। বর্তমানে এখন ১২ মাসে ১৬ দুর্যোগ হয়। তাই বিদেশিদের মতো আবহাওয়া মেনে আমাদের বাইরে বের হওয়া উচিত।
এছাড়া গত বছর দুর্যোগ দেশের তিনশ’ মানুষ মারা গেছে বলেও জানান তিনি। অপরদিকে দেশে প্রায় ১৫ লাখ স্কাউট আছে। যেকোনো দুযোর্গে স্কাউটদের আগে ভূমিকা রাখার আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, দেশে ভূমিকম্প ও বজ্রপাত আজান দিয়ে আসে না। তাই আমাদের সজাগ থাকতে হবে। কোনোভাবেই কোনো কিছুকে ছোট করে দেখার অবকাশ নেই। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হিসেবে কাজ করছে।
স্কাউটের ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, ভবন ধস, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন কর্মকাণ্ডে স্কাউট কাজ করে যাচ্ছে। মানুষের বিপদে আপদে স্কাউটের ভূমিকা উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ, স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, জাতীয় কমিশনার মো. শাহ জামাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসজে/এএটি/এমজেএফ