ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
পাটগ্রামে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাট: অনুপ্রবেশের দায়ে মিজু আহমেদ (২৯) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সদস্যরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্তের ৮১৩ মেইন পিলারের ৩ নং সাব  পিলারের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

আটক মিজু আহমেদ ভারতের মালদহ জেলার হরিচন্দ্রপুর থানার তেলচান্না গ্রামের আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্ত থেকে মিজু আহমেদ নামে ভারতীয় ওই নাগরিককে আটক করে পানবাড়ি বিওপির টহল দলের সদস্যরা।

পরে তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অনুপ্রবেশের দায়ে পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।