ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দুর্ভিক্ষ পীড়িতদের সহায়তায় পদক্ষেপের আহ্বান আইপিইউতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
দুর্ভিক্ষ পীড়িতদের সহায়তায় পদক্ষেপের আহ্বান আইপিইউতে দুর্ভিক্ষ পীড়িতদের সহায়তায় পদক্ষেপের আহ্বান আইপিইউ-তে/ছবি: দীপু মালাকার

বিআইসিসি থেকে: ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কেনিয়ার তীব্র খরায় কবলে পড়া দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যে দ্রুত এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।

মঙ্গলবার (০৪ এপ্রিল) অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনের সাধারণ আলোচনায় প্রস্তাবটি ভোটে গ্রহণ করা হয়। সোমবার  ও মঙ্গলবার আলোচনা শেষে প্রস্তাবটি গৃহীত হয়।

রোববার প্রস্তাবটি উত্থাপন করেন বেলজিয়াম, যুক্তরাজ্য ও কেনিয়ার প্রতিনিধি দলের সদস্যরা।
 
মেক্সিকোর দেওয়া ‘বিশ্বজুড়ে কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি’ এবং আরব গ্রুপের পক্ষে ফিলিস্তিনের দেওয়া ‘বসতি স্থাপন প্রক্রিয়াকে ইসরায়েলের আইনি বৈধতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ শীর্ষক দুটি প্রস্তাব ভোটে নাকচ হয়ে যায় সেদিন।
 
দুর্ভিক্ষ নিয়ে প্রস্তাবে বলা হয়- ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কেনিয়ায় চলমান দুর্ভিক্ষ চরম মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। গত ১০ মার্চ জাতিসংঘও এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছে।
 
মঙ্গলবার আইপিইউ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি এই প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে আইপিউ সদস্যরা এখন তাদের সরকারকে জরুরি ত্রাণ সহায়তা দিতে উদ্বুদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি দেশের এমপিরা যাতে নিজস্ব সরকারকে উদ্বুদ্ধ করে  ত্রাণ পাঠাতে সহায়তা করেন তার জন্য আহ্বান জানিয়েছে আইপিইউ।
 
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।