বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২১ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বেনাপোলের পুটখালী গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালী গ্রামে একটি মাজার খোলায় সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে।
এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে তারা একটি হাতব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
বেনাপোলের পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এজেডএইচ/জিপি/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।