মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে এ বীজ, সার ও অর্থ দেওয়া হয়। মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলার তালিকাভুক্ত ৬০০ জন উফশী আউশ চাষী, ২৪০ জন নেরিকা ধান চাষী, শ্রীপুরে ১৬০ জন উফশী আউশ চাষী, ৮০ জন নেরিকা ধান চাষী, শালিখায় ১০৮০ জন উফশী আউশ চাষী, ৪০০ জন নেরিকা ধান চাষী ও মহম্মদপুর উপজেলায় ১৬০ জন উফশী আউশ চাষী, ৮০ জন নেরিকা ধান চাষীর মধ্যে ধানবীজ, সার ও নগদ টাকা বিতরণ করা হয়।
উফশী আউশ চাষের জন্য দুই হাজার কৃষককে জনপ্রতি পাঁচ কেজি উচ্চ ফলনশীল বা উফশী জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ সহায়তা, খরচ বাবদ ৪০০ টাকা দেওয়া হয়।
অন্যদিকে, ৮০০ কৃষককে ১০ কেজি উচ্চ ফলনশীল নেরিকা জাতের আউশ ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং আগাছানাশক বাবদ ৪০০ ও সেচ খরচ বাবদ ৪০০ টাকা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি