মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কালিকাপুরের ইসলাম মাতুব্বর ও খবির মাতুব্বরের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে ইসলাম মাতুব্বর তার লোকজন নিয়ে খবির মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এ সময় ওই গ্রামের ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৫ জন আহত হয়।
এ ঘটনার জন্য কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজ আকনকে দায়ী করে ক্ষতিগ্রস্তরা বলেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
অপরদিকে, এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান এজাজ আকন বলেন, ইসলাম মাতুব্বর ও খবির মাতুব্বরের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব বলেন, বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
আরএ