ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, বাড়িঘর ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৫, বাড়িঘর ভাঙচুর

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ৫ জন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কালিকাপুরের ইসলাম মাতুব্বর ও খবির মাতুব্বরের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে ইসলাম মাতুব্বর তার লোকজন নিয়ে খবির মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এ সময় ওই গ্রামের ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ৫ জন আহত হয়।

এ ঘটনার জন্য কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান এজাজ আকনকে দায়ী করে ক্ষতিগ্রস্তরা বলেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

অপরদিকে, এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান এজাজ আকন বলেন, ইসলাম মাতুব্বর ও খবির মাতুব্বরের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলছিল।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুমন দেব বলেন, বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।