বাঘাইছড়িতে অস্ত্র উদ্ধার
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) উপ-সহকারী পরিচালক সুগত চাকমার (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে এলজি, গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) রুবেল ও উপ পরিদর্শক (এসআই) ক্রিটি মোহন বাংলানিউজকে জানান, সোমবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলার করঙ্গাতলীর মরিচাবন ছড়া এলাকা থেকে সুগত চাকমাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যর ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে কটি এলজি, তিন রাউন্ড গুলি এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। এ ঘটনায় সুগত চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।