ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে নব্য জেএমবির ৭ সদস্যের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
ময়মনসিংহে নব্য জেএমবির ৭ সদস্যের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহে নব্য জেএমবির সাত সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত ৯টার দিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, সোমবার (০৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকায় এক চিকিৎসকের বাসায় অভিযান চালিয়ে নব্য জেএমবির এ সাত সদস্যকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ওয়াইফাই রাউটার, ৭০ লাখ টাকার চেকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।