মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত ৯টার দিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, সোমবার (০৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ নগরীর কালিবাড়ি এলাকায় এক চিকিৎসকের বাসায় অভিযান চালিয়ে নব্য জেএমবির এ সাত সদস্যকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ওয়াইফাই রাউটার, ৭০ লাখ টাকার চেকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসআরএস/এমজেএফ