মঙ্গলবার (০৪ এপ্রিল) দ্বিতীয় দিনের অভিযানে নীচ তলার একটি কক্ষ থেকে ধ্বংস স্তুপ সরানোর সময় ডগ স্কোয়ার্ড ও টেকনিক্যাল টিম বোমা দু’টি উদ্ধার করে। পরে বিস্ফোরণ ঘটিয়ে হাত বোমা দু’টি নিষ্ক্রিয় করা হয়।
অভিযান শেষে বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, দ্বিতীয় দিনের অভিযানে আতিয়া মহলের নিচ তলার তিনটি কক্ষ পরিস্কার করা হয়। এ সময় দু’টি অবিস্ফোরিত হাত বোমা (হ্যান্ড গ্রেনেড) উদ্ধারের পর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বোমাগুলো জঙ্গিদের অব্যবহৃত বলেও জানান তিনি।
ব্রিফিংকালে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে ল্যাফটেন্যান্ট কর্নেল আলী হায়দার বলেন, আতিয়া মহলে অভিযান শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের ধৈর্য্য ধরতে হবে। ভবনটি বিস্ফোরকমুক্ত হলেই চলাচল স্বাভাবিক হবে। এছাড়া নিরাপত্তা বেষ্টনি ভেঙে কোনো শিশু যাতে না ঢোকে এ জন্য এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- র্যাবের বোম ডিসপোজাল টিমের নেতৃত্বদানকারী ল্যাফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা এবং র্যাব ও পুলিশের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনইউ/জিপি/এসএইচ