ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ভুয়া মানবাধিকার কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
রাজবাড়ীতে ভুয়া মানবাধিকার কর্মকর্তা আটক রাজবাড়ীতে ভুয়া মানবাধিকার কর্মকর্তা আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে মানবাধিকার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে সোহাগ মোল্লা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ভবানীপুর এলাকায় বেসরকারি এনজিও ভিপিকেএ’র অফিস থেকে তাকে আটক করা হয়। সোহাগ বাগেরহাট জেলার শরন খোলা উপজেলার কালিবাড়ী গ্রামের মৃত তোতাম্বর মোল্লার ছেলে।

রাজবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) খান বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, সোহাগ মোল্লা মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি নিজেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মী বলে জানিয়েছেন। তার কাছ থেকে এনএইচসিআরএফ২৪.কম- এর দুইটি ও শেখ রাসেল ট্রাস্টের দুইটি আইডি কার্ড জব্দ করা হয়েছে।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।