মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়। মৃত সেলিনা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার জাকির হোসেনের স্ত্রী।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
এদিকে মতিঝিল আরামবাগের একটি বাসা থেকে জাহানারা বেগম (৩৭) নামে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে ঢামেক মর্গে আনা হয় তার মরদেহ। মৃত জাহানারা দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাড়ৈইপাড়া গ্রামের ইলিয়াছ আলীর স্ত্রী।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল্লাহ জানায়, মৃত জাহানারা মতিঝিল আরামবাগের এবিএম ফরিদউদ্দিনের বাসায় দীর্ঘদিন ধরে কাজ করতেন। বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেডএস/আইএ